ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাপাহারে ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৮ এপ্রিল ২০১৬

নওগাঁর সাপাহারে ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত ৬ ইউনিয়নে ৮ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন এবং সাধারণ সদস্য পদে ১২ জন প্রার্থী নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

চেয়ারম্যান পদে প্রত্যাহারকৃত প্রার্থীরা হলেন, সাপাহার সদর ইউপি বিএনপির বিদ্রোহী প্রার্থী মাহফুজুল হক চৌধুরী (বাবু), জামায়াতে ইসলামের স্বতন্ত্র প্রার্থী আবুল খায়ের তরুন, শিরন্টি ইউপিতে স্বতন্ত্র মোবারক হোসেন, স্বতন্ত্র বাবুল আকতার, আইহাই ইউপিতে স্বতন্ত্র আলাউদ্দীন মাহলত, স্বতন্ত্র জিয়া উদ্দীন, পাতাড়ী ইউপিতে জামায়াতে ইসলামের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রমজান আলী ও গোয়ালা ইউপিতে জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন।

উল্লেখ্য, ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ৭ মে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

আব্বাস আলী/এমএএস/পিআর