ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ০২:৪৩ এএম, ১৯ এপ্রিল ২০১৬

মাগুরা-ফরিদপুর সড়কের পারনান্দুয়ালী এলাকায় দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিথু (২৫) পারনান্দুয়ালী গ্রামের মৃত ওয়াদুদ মিয়ার ছেলে।

নিহতের স্বজনেরা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে মিথু রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের খুঁজতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। এছাড়া সিসি ক্যামেরা দ্বারা গাড়ি সনাক্তের কাজও করছে পুলিশ।

আরাফাত হোসেন/এসএস/পিআর