ফেসবুকে স্ট্যাটাস
আত্মহত্যার আগে প্রেমিকার কবরের পাশে দাফন করার অনুরোধ তরুণের
ফাইল ছবি
নরসিংদীর শিবপুরে প্রেমিকার আত্মহত্যার শোক সইতে না পেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন সিফাত (১৯) নামের এক তরুণ।
প্রেমিকার আত্মহত্যার ১৯ দিন পর বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহত সিফাত ওই গ্রামের ইব্রাহিমের ছেলে। তিনি শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
আত্মহত্যার আগে ফেসবুকে নিজের ওয়ালে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসের শেষে সিফাত লেখেন, ‘আমার মৃত্যুর পরে তা*** (কিশোরী) কবরের পাশে যেন আমার কবর দেওয়া হয়।’
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, মূলত প্রেমঘটিত বিষয় নিয়েই এই আত্মহত্যা। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সিফাতের বিরুদ্ধে মামলা করেছিলেন আত্মহত্যাকারী কিশোরীর বাবা।
সঞ্জিত সাহা/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যাসিবাদী আমলে বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি
- ২ ৮০০ টাকা কেজি রান্না করা গরুর মাংস কিনতে ক্রেতাদের হিড়িক
- ৩ পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই: মঞ্জু
- ৪ ফ্যাসিবাদের আমলে ৫ টাকা চাঁদা দিলে এখন ২০ টাকা দেওয়া লাগে
- ৫ রাজমিস্ত্রির বাড়ি থেকে ওয়ানশুটার গানসহ দুই পিস্তল উদ্ধার