ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো রিকশাচালকের

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ১০:০৫ পিএম, ২৬ এপ্রিল ২০২৪

গাইবান্ধা সদরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশরাফ আলী (৫০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ৭৫ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের সাহার ভিটার গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।

গ্রেফতার ব্যক্তির নাম সাদেকুল ইসলাম (৩৫)। তিনি কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের আবুল হোসেনের ছেলে।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আশরাফ আলী রিকশা নিয়ে কুপতলা থেকে বাড়ি ফিরছিলেন। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ৭৫ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে থেকে ওত পেতে থাকা সাদেকুল তার পথ রোধ করেন। এসময় ছুরি দেখিয়ে রিকশা ও চাবি দিয়ে চালককে চলে যেতে বলেন। একপর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে আশরাফ আলীর পেটে ছুরিকাঘাত করেন সাদেকুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মামলা করেন।

ওসি মাসুদ রানা বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযান চালিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

এসআর/এএসএম