হাতকড়া ফেলে আদালত চত্বর থেকে পালিয়েছেন হত্যা মামলার আসামি
শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে বাবু ফকির (২৫) নামের এক হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে আদালতের এজলাস কক্ষের বাহিরে এ ঘটনা ঘটে।
পলাতক বাবু ফকির সদর উপজেলার পূর্ব কোটাপাড়া এলাকার মিয়াচাঁন ফকিরের ছেলে। তিনি উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মাইজপাড়া এলাকার আমিন উদ্দিন মাদবরের ছেলে মোহাম্মদ আলীর হত্যা মামলার আসামি। মোহাম্মদ আলী পেশায় সিএনজিচালক ছিলেন।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সদর উপজেলার ডোমসার ইউনিয়নের সুজনদোয়াল এলাকার একটি পুকুর থেকে সিএনজি চালক মোহাম্মদ আলী মাদবরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ আলী মাদবরের স্ত্রী মুন্নি বেগম ও বাবু ফকির নামের ওই যুবককে আটক করে পুলিশ। পরে শুক্রবার মোহাম্মদ আলী মাদবরের ভাই কারামত আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে মুন্নি বেগম ও বাবু ফকিরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
শনিবার বিকেলে মুন্নি বেগমকে এজলাস কক্ষে জিজ্ঞাসাবাদ করছিলেন বিচারক আর কক্ষের বাহিরে বেঞ্চে হাতকড়া পড়া অবস্থায় পুলিশি পাহারায় বসে ছিলেন বাবু ফকির। এসময় তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, পালিয়ে যাওয়ার অপরাধে আসামির বিরুদ্ধে একটি মামলা হচ্ছে। তাকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি তাকে অচিরেই গ্রেফতার করা হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কারো যদি দায়িত্ব অবহেলার প্রমাণ মিলে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিধান মজুমদার অনি/আরএইচ/জেআইএম