ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলের ৬ উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় নেই

প্রকাশিত: ০৬:৪৬ এএম, ১৯ এপ্রিল ২০১৬

টাঙ্গাইল জেলার উত্তরাংশের ৬টি উপজেলায় মাধ্যমিক পর্যায়ে সরকারি কোনো বিদ্যালয় নেই। উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারি কলেজ রয়েছে মাত্র ১টি। উপজেলাগুলো হলো- কালিহাতী, ঘাটাইল, ভূঞাপুর, গোপালপুর, মধুপুর ও ধনবাড়ী। এ উপজেলাগুলোতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীরা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ৬টি উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে একটি বাদে সবকটিই বেসরকারি। সরকারি প্রতিষ্ঠানটি হলো ভূঞাপুরের প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ কলেজ।

জেলার শিক্ষানুরাগীদের অভিযোগ, শিক্ষা ক্ষেত্রে সরকারের সুদৃষ্টির অভাবে এ উপজেলাগুলোতে মাধ্যমিক পর্যায়ে সরকারি বিদ্যালয় স্থাপিত হয়নি। যার ফলে এ উপজেলাগুলোর বৃহত্তর জনগোষ্ঠীর শিক্ষার্থীরা সরকারি শিক্ষা ব্যবস্থার সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থা। শিক্ষার মান্নোয়ন কল্পে সকল পর্যায়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধির প্রয়োজন বলে মনে করেন জেলার শিক্ষাবিদরা।

ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের অভিভাবক রফিকুল ইসলাম বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে বিভিন্ন মতাদর্শের সরকার গঠন হলেও শিক্ষার মান্নোয়নে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যার ফলে এ জেলাসহ দেশের প্রায় প্রতিটি উপজেলাই মাধ্যমিক পর্যায়ের সরকারি বিদ্যালয় থেকে বঞ্চিত রয়েছে। এর ফলে মান সম্মত শিক্ষায় পিছিয়ে পড়েছে শিক্ষার্থীরা।

এ কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাম পর্যায়ের শিক্ষার্থীরা। মানসম্মত শিক্ষা গ্রহণে আমাদের ছেলে মেয়েদের টাঙ্গাইলের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করতে হচ্ছে। যার ফলে জেলার সরকারি এ বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির চাপ বৃদ্ধি পেয়েছে ও ভর্তি অসম্ভব হয়ে পড়েছে। দেশে শিক্ষিতের হার বৃদ্ধি পেলেও শিক্ষার গুণগতমান এখনও বৃদ্ধি পায়নি বলে মনে করেন তিনি।

মধুপুর উপজেলার রানী ভবানী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আলামিন খান বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয় না থাকায় উপজেলার শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষক থেকে চরমভাবে বঞ্চিত রয়েছে। শিক্ষিত জাতি গঠনে মাধ্যমিক পর্যায় বিশেষ উল্লেখযোগ্য। জেলা শহরগুলোতে সরকারি মাধ্যমিক বিদ্যালয় থাকায় উন্নত শিক্ষা পদ্ধতি পাচ্ছে সেখানে অধ্যায়নরত শিক্ষার্থী। এ উপজেলায় সরকারি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় না থাকায় উন্নত শিক্ষায় পিছিয়ে পগেছে এ অঞ্চলের শিক্ষার্থীরা।

ঘাটাইল উপজেলার আনেহলার শিক্ষক ফজলুল করিম জানান, এ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের সরকারি বিদ্যালয় না থাকায় মানসম্মত শিক্ষা থেকে চরমভাবে বঞ্চিত হয়েছে শিক্ষার্থীরা। এর ফলে শিক্ষার্থীদের ভালো শিক্ষা গ্রহণে জেলা শহরমুখী হতে হচ্ছে। এতে আর্থিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিভাবকরা।

কালিহাতী উপজেলার নারান্দিয়া কলেজ শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, এ উপজেলাগুলোতে মাধ্যমিক পর্যায়ে সরকারি বিদ্যালয় না থাকায় শিক্ষার মান্নোয়নে সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। মানসম্মত শিক্ষা বিস্তারে সরকারি মাধ্যমিক বিদ্যালয় অপরিহার্য বলেই মনে করেন তিনি।

ভুঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের অভিভাবক লিয়াকত মিয়া বলেন, মাধ্যমিক পর্যায়ের সরকারি বিদ্যালয় না থাকায় শিক্ষা ক্ষেত্রে আমরা সব রকম সরকারি সুবিধা বঞ্চিত। বিশাল জনগোষ্ঠী অধ্যুষিত উত্তর টাঙ্গাইলের ৬টি উপজেলায় মাধ্যমিক পর্যায়ে কোনো সরকারি বিদ্যালয় না থাকা অত্যন্ত দুঃখজনক।

গোপালপুর সুতী ভিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমিক পর্যায়। শিক্ষার্থীর মানোন্নয়নে মানসম্মত শিক্ষা উপকরণ ও শিক্ষক আবশ্যক। সরকারি মাধ্যমিক বিদ্যালয় না থাকায় উপজেলার শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। এর পাশাপাশি পাচ্ছে না শিক্ষা ক্ষেত্রে দেয়া সরকারি কোনো সুযোগ সুবিধা। শিক্ষার মান বৃদ্ধিতে প্রতিটি উপজেলায় একটি হলেও সরকারি মাধ্যমিক বিদ্যালয় অপরিহার্য বলেও মনে করেন তিনি। রাজনৈতিক প্রভাবের পাশাপাশি মান সম্মত শিক্ষক আর মাল্টিমিডিয়া পদ্ধতিতে পিছিয়ে থাকা বেসরকারি বিদ্যালয়গুলোতে গুণগত মানের শিক্ষা প্রদান অসম্ভব বলেই মনে করেন তিনি।

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.শফী উল্লাহ জানান, দেশের অধিকাংশ উপজেলাই সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে বঞ্চিত রয়েছে। শিক্ষার মান্নোয়নে সরকার প্রতিটি উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ সরকারিকরণের উদ্যোগ গ্রহণ করেছে।

এসএস/পিআর