ফরিদপুরে কৃষকদলের উদ্যোগে পানি-স্যালাইন বিতরণ
চলমান দাবদাহে ফরিদপুরে সাধারণ পথচারী ও দিনমজুরদের মাঝে বিশুদ্ধ খাবার পানি-স্যালাইন বিতরণ করেছে জাতীয়তাবাদী কৃষকদল।
রোববার (২৮ এপ্রিল) দুপুরে শহরের ব্যস্ততম কোর্ট চত্বর এলাকায় প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করে সংগঠনটির নেতারা।
মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওহিদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, মহানগর কৃষকদলের সহ-সভাপতি রাজ্জাক আহমেদ রাজু ও আনোয়ারুল ইসলাম রকি, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. রাকিস, দপ্তর সম্পাদক আবু সাইদ, অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া একইসময়ে শহরের থানা রোডে পথচারীদের মাঝে খাবার পানি বিতরণ করে ছাত্রদল। ফরিদপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্বরণের উদ্যোগে পথচারী সাধারণ মানুষ ও রিকশাচালকদের হাতে পানি ও স্যালাইন তুলে দেন তারা।
জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন জানান, সারাদেশে চলমান তীব্র তাপ্রবাহে সাধারণ পথচারী ও দিনমজুরদের কিছুটা স্বস্তি দিতে কৃষকদলের উদ্যোগে কমপক্ষে পাঁচ শতাধিক মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি-স্যালাইন বিতরণ করা হয়।
এন কে বি নয়ন/এনআইবি/জেআইএম