ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৯ এপ্রিল ২০২৪

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা এম সজীব হত্যা মামলায় আনোয়ার হোসেন ওরফে পাহাড়ি দুলালকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে একটি দেশীয় তৈরি এলজি, দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

গ্রেফতার দুলাল সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মান্দারের দিঘির পাড়া এলাকার মৃত আবদুল আজিজের ছেলে। তিনি সজিব হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি।

আরও পড়ুন:

পুলিশ সুপার জানায়, ঘটনার পর পাহাড়ি দুলালকে গ্রেফতার করতে ঝিনাইদহ এবং খুলনা জেলার বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। পরে তাকে খুলনার ডুমুরিয়া থানাধীন শরাপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করে লক্ষ্মীপুরে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে দুলাল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া স্বীকারোক্তিতে সোমবার ভোরে তার বসতবাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

আরও পড়ুন:

মোহাম্মদ তারেক বিন রশীদ আরও বলেন, জিজ্ঞাসাবাদে দুলাল অন্য আসামিদের নামও বলেছে। তাদেরকে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। মামলার প্রধান আসামি কাজী মামুনুর রশিদ বাবলুকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে ১২ এপ্রিল রাতে চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া গ্রামের যৈদের পুকুরপাড় এলাকায় ছাত্রলীগ কর্মী সজীব, সাইফুল পাটোয়ারী, মো. রাফি ও সাইফুল ইসলাম জয়ের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। একপর্যায়ে সজীবকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় তাকে বাঁচাতে গেলে অন্যদের ওপরও গুলি চালানোর অভিযোগ রয়েছে। সোমবার রাতে সজিবের মা বুলি বেগম বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের কাজী বাবলুসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

কাজল কায়েস/এনআইবি/এএসএম