ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে হেলে পড়েছে চারতলা ভবন

প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৯ এপ্রিল ২০১৬

ভূমিকম্পের পর বান্দরবান শহরে হেলে পড়েছে একটি চারতলা ভবন। মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

স্থানীয়রা জানান, গত বুধবারের ভূমিকম্পের কারণে শহরের বনানী `স` মিল এলাকায় সৌদি প্রবাসী ও চট্টগ্রামের লোহাগাড়া এলাকার বাসিন্দা মো. হাসানের চারতলা ভবনটি হেলে গিয়ে পার্শ্ববর্তী একটি নির্মিত ভবনের সঙ্গে লেগে আছে।

ভবনটির সিঁড়িসহ বিভিন্ন অংশে বড় বড় ফাঁটল দেখা দেয়। ভবনটিতে ১২টি পরিবার থাকতো। তারা এখনো সেখানে বসবাস করছে। আবারো ভূমিকম্প দেখা দিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঘটতে পরে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।                     

এদিকে নির্মাণ শ্রমিকরা জানান, বুধবারের শক্তিশালী ভূমিকম্পের কারণে ভবনটির পূর্ব পাশে প্রায় এক ফুট হেলে পড়ে পাশের ভবেনের সঙ্গে লেগে যায়। ভবনটি নির্মাণ করার সময় বেইজে কোনো প্রকারের পাইলিং করা হয়নি বলে জানায় স্থানীয়রা।

ভবনটির দেখাশুনায় নিয়োজিত কবির সওদাগর জানান, ভূমিকম্পে ভবনটি পূর্ব দিকে সামান্য হেলে পড়েছে, এতে কোনো ধরনের সমস্যা হবে না। বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক দীলিপ কুমার বণিকের ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে।

সৈকত দাশ/এআরএ/এবিএস