ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে নদীতে নিখোঁজ তিন স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৯ এপ্রিল ২০১৬

দিনাজপুরের পুনর্ভবা নদীর মাঝাডাঙ্গা বাঙ্গিবেচার ঘাট এলাকায় নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা।

নিখোঁজ হওয়ার সাড়ে ৩ ঘণ্টা পর তাদের লাশগুলো উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই নদীতে তারা নিখোঁজ হয়।

তারা হলো, শহরের ঘাসিপাড়া এলাকার আফসার আলী আচ্চুর ছেলে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র সিরাজুল ইসলাম নয়ন (১৪), ইকবালের ছেলে ৮ম শ্রেণির ছাত্র নাদিম হোসেন কাল্লু (১৩) ও সাহাবুদ্দিন নান্নুর ছেলে ৮ম শ্রেণির ছাত্র রাজ (১৩)।

রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে তাদের লাশ উদ্ধার করেন।

দিনাজপুর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান তিনছাত্রের লাশ নদী থেকে উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/ এমএএস/এবিএস