ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গাবালীতে শিশু শ্রমিককে হাত-পা বেঁধে নির্যাতন

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১১:০৩ এএম, ১৯ এপ্রিল ২০১৬

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর চৌরাস্তা এলাকায় শিশু শ্রমিক মো.সাইদুল ইসলামকে (১২) হাত-পা বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার গুরুতর অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাইদুল উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের নূর জামালের ছেলে।

সাইদুলের বাবা মো. নূর জামাল জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মঞ্জু মৃধার খাবার হোটেলের পাশ দিয়ে যাচ্ছিল সাইদুল। এসময় ওই হোটেলের কর্মচারী শামিম সাইদুলকে গালমন্দ করে। আর এ নিয়ে দুইজনই বিতর্কে জড়ায়। এসময় হোটেল মালিক মঞ্জুর ছেলে ও যুবলীগ কর্মী মন্নান মৃধা জোরপূর্বক সাইদুলকে হোটেলের মধ্যে নিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। একপর্যায়ে সাইদুল জ্ঞান হারিয়ে ফেলে।

খবর পেয়ে সাইদুলের বাবা নূর জামাল ঘটনাস্থলে এসে ছেলেকে বাঁধনমুক্ত করে নিয়ে যেতে চাইলে তাকেও মারধরের চেষ্টা চালায় মন্নান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। ওই রাতে সাইদুলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। সকালে তার অবস্থা গুরুতর হওয়ায় সাইদুলকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে অভিযুক্ত মন্নান মৃধার সঙ্গে একাধিক বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

রাঙ্গাবালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন বলেন, ঘটনাটি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলেই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআরএ/এমএস