শ্রীবরদীতে গাছ কাটাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন
শেরপুরের শ্রীবরদীতে গাছ কাটার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু`পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত মনোয়ার হোসেন মন্টু (৩৬) শ্রীবরদীর কুরুয়া গড়খোলা গ্রামের হামিদুর রহমানের ছেলে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির পাশের একটি আমগাছ কাটাকে কেন্দ্র করে মনোয়ার হোসেনের সঙ্গে প্রতিবেশি লুৎফর রহমানের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা দু`পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এসময় মনোয়ার হোসেন প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার মনোয়ার হোসেন মারা যায়।
শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
হাকিম বাবুল/এমএএস/এমএস