ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে স্বস্তির বৃষ্টি

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ১০:০০ পিএম, ০৩ মে ২০২৪

তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছিল জনজীবন। অস্বস্তিতে ছিল প্রাণীকূলও। অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে। পিরোজপুরে বৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩ মে) বিকেল ৫টার দিকে জেলার কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি শুরু হয়।

মানুষ বৃষ্টি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। অনেকে মৌসুমের প্রথম বৃষ্টিতে গা ভিজিয়ে নেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানান দেন
স্বস্তির বৃষ্টি।



বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস বলেন, সারাদেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বরিশাল বিভাগও এর বাইরে নয়। তবে গতকাল থেকে দেশের বেশকিছু জেলায় বৃষ্টি হচ্ছে। এ সময়টাতে তাপমাত্রা হালকা কমবে আবার বাড়বে।

তিনি বলেন, দিনের বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলে তাপমাত্রা কমবে এমনটা নয়। আজ বরিশাল বিভাগের সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বলেও জানান তিনি।

এসআর/এএসএম