ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৪ মে ২০২৪

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজানসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

শনিবার (৪ মে) দুপুরে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড থেকে মিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ। মিছিলটি শহরের চৌমুহনা পয়েন্টে আসলে বাধা দেয় পুলিশ। এসময় দুই কর্মীকে থানায় নিয়ে যায় পুলিশ।

ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ জাগো নিউজকে বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। পুলিশ অন্যায়ভাবে বাধা দিয়েছে।

মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল বলেন, ছাত্রদলের মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তারা পালিয়ে যায়।

জানা যায়, ২৫ এপ্রিল মৌলভীবাজারে বিশেষ ক্ষমতা আইনে করা নাশকতা মামলায় উচ্চ আদালতের মঞ্জুরকৃত জামিন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও যুবদল সম্পাদক এম এ মুহিতসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়েরা জজ আদালত।

এনআইবি/এএসএম