ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গা

একদিনের ব্যবধানে ফের ৪০ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৫ মে ২০২৪

চুয়াডাঙ্গায় আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা ১০ দিন পর শনিবার (৪ মে) জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছিল। এ দিন জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয়ের ইনচার্জ জামিনুর রহমান জানান, বিকেলে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ৩২ শতাংশ। তবে আগামীকাল ৬ মে জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, টানা ১০ দিন চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১-৪৩ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। একদিনের ব্যবধানে তাপমাত্রা হ্রাস পায় ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র থেকে অতি তীব্র তাপদাহে পুড়ছিল চুয়াডাঙ্গা।

তিনি আরও জানান, ২৪ এপ্রিল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ২৫ এপ্রিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ২৬ এপ্রিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ২৭ এপ্রিল ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, ২৮ এপ্রিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ২৯ এপ্রিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস, ৩০ এপ্রিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, ১ মে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ২ মে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও ৩ মে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

হুসাইন মালিক/আরএইচ/জিকেএস