রাজবাড়ীতে ৪ পানের বরজ পুড়ে ছাই
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আগুন লেগে চারটি পানের বরজ পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রোববার (৫ মে) রাত ৮টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের পারকুল গ্রামের কমির উদ্দিন শেখের ছেলে পানচাষি বিষ্ণুর পান বরজে আগুন লাগার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পান বরজের পাশে কিছু পাটকাঠি পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, এনজিও থেকে টাকা ঋণ নিয়ে পান চাষ করে অনেক কষ্টে চারটি মেয়ে বিয়ে দিয়েছেন বিষ্ণু। তার বাকি দুই মেয়ে তার সঙ্গেই থাকে। পান চাষ করেই তার সংসার চলে। রাতে হঠাৎ পান বরজে আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।

পান চাষি বিষ্ণু শেখ জাগো নিউজকে জানান, তিনি কারও কোনো ক্ষতি করেননি। পান চাষ করে কোনোরকমে সংসার চালান। আগুনে তার চারটি পান বরজ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে তার প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করছেন কেউ পান বরজে আগুন লাগিয়ে দিয়েছে। কারণ পান বরজের পাশে কিছু পাটকাঠি আলাদাভাবে পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার সঠিক কারণ উদঘাটনে থানায় অভিযোগ করেছেন।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সৈয়দ শরাফত আলী বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে খড় ও পাটকাঠির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রুবেলুর রহমান/এনআইবি/এএসএম