শেরপুরে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত বেড়ে ৩
শেরপুরের নকলায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন জনে। নিহত আরেক জনের নাম আবেদা খাতুন। ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (৭ মে) রাত ৯টার দিকে উপজেলার গড়েরগাঁও-পাইস্কা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত বাকি দুজন হলেন, রাজা মিয়া (৫৫) ও জবেদা বেগম (৭৫)। তারা সম্পর্কে জামাই-শাশুড়ি।
পুলিশ ও স্থানীয়রা জানান, গড়েরগাঁও থেকে পাইস্কাগামী ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির খান ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
ইমরান হাসান রাব্বী/এমআইএইচএস