লক্ষ্মীছড়ির এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
ব্যালট পেপারে জোর করে সিল মারার অভিযোগে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার যতীন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে।
বুধবার (৮ মে) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল আলম।
এছাড়া দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে অস্ত্র দিয়ে ফুটবল প্রতীকের নারী ভাইস চেয়ারম্যানকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী অয়ক্রইপ্রু মারমা।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এএসএম