ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রিসাইডিং কর্মকর্তা গ্রেফতার, প্রার্থীর এজেন্টকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৮ মে ২০২৪

বগুড়ার গাবতলীতে জাল ভোট দেওয়ার অভিযোগে আনারস প্রতীকের প্রার্থী রফি নেওয়াজ খান রবিনের এজেন্ট এমদাদ আলীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ মে) বিকেলে গাবতলী থানায় আদালত বসিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা রিমা এ রায় দেন৷

পুলিশ জানায়, ভোটগ্রহণের সময় দুপুর ১২টার দিকে রামেশ্বাপুর ইউনিয়নের মাঝপাড়া কুসুম কলি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও আনারস প্রতীকে সিল দেওয়া ৯০০ ব্যালট জব্দ করা হয়। একইসঙ্গে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাজাহান হোসেনকেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর প্রায় ৩০০ জাল ভোট বাক্সে ফেলার অভিযোগ স্বীকার করেন ওই কর্মকর্তা।

গাবতলী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর জাগো নিউজকে বলেন, জাল ভোট দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রিসাইডিং কর্মকর্তা শাজাহান ও এমদাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে। এছাড়া এমদাদের কাছ থেকে সিল দেওয়া ব্যালট পাওয়ায় বিচারক তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

এনআইবি/জিকেএস