ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পেট্রলের আগুনে দগ্ধ হাসান মারা গেছেন

প্রকাশিত: ০৯:২১ এএম, ২০ এপ্রিল ২০১৬

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গ্রামে সাবেক শ্বশুর বাড়িতে পেট্রল আগুনে দগ্ধ আবু হাসান (৪০) মারা গেছেন। ঘটনার ৬ দিন পর  বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হাসান পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশ বাড়ি গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আবু হাসানের সাবেক স্ত্রী ভাদসা গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে সুখি বেগম তাকে (হাসান) তালাক দিয়ে একই গ্রামের আব্দুর রশিদের ছেলে উজ্জল হোসেন ওরফে বৃটিশ উজ্জল নামে এক যুবককে বিয়ে করেন। তারপরও ওই সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ে করে সংসার করবেন বলে গত ১৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় হাসান তার সাবেক শ্বশুর বাড়ি এসে উভয় পক্ষের লোকজন নিয়ে দরবার-সালিসে বসেন।

এরই সূত্র ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে আবু হাসানের সাবেক স্ত্রী সুখি বেগম ও তার দ্বিতীয় স্বামী উজ্জল হোসেনসহ তাদের লোকজন আবু হাসানের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।স্থানীয়রা হাসানকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসাতালে ভর্তি করিয়ে দেন। তার অবস্থার অবনতি ঘটলে শুক্রবার রাতে তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ৬ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে তার মৃত্যু হয়।

তবে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুব উল হক জানান, আহত হাসান হাসপাতালে ভর্তির পর তাকে দগ্ধ হওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে প্রথমে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে স্বীকার করেন। পরে আহতের আত্মীয়-স্বজনরা দেখতে আসার পর হাসপাতালে পুলিশ আসলে হাসান অভিযোগ করেন, তার সাবেক স্ত্রী সুখি ও সুখির বর্তমান স্বামী উজ্জলসহ তাদের লোকজন তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে নিহতের মা হালিমা খাতুন বাদী হয়ে হাসানের সাবেক স্ত্রী সুখি, তার বর্তমান স্বামী উজ্জলসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাশেদুজ্জামান/এসএস/এবিএস

আরও পড়ুন