নড়াইলে দুর্বৃত্তদের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতার দাফন সম্পন্ন
নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালের (৪৮) মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৫টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শিকদার মোস্তফা কামাল উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। তিনি মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লোহাগড়া পৌরসভার কুন্দসী এলাকার একটি সালিশি বৈঠকে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে কুন্দসী এলাকায় পৌঁছালে পূর্ব থেকে অবস্থান নেওয়া দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিতে মোস্তফা কামালের বুক ও পিঠসহ শরীরে বিদ্ধ হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ওই এলাকায় পুলিশের একাধিক টিম আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
হাফিজুল নিলু/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান