বৈধ কাগজ না থাকায় হাসপাতালকে জরিমানা : আটক ১
নরসিংদীতে বৈধ কাগজপত্র না থাকায় সততা জেনারেল হাসপাতালকে এক লক্ষ টাকা জরিমানা ও এর ম্যানেজারকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে শহরের ভেলানগরে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ এই অভিযান চালান।
স্থানীয় সুত্রে জানা গেছে, ভেলানগরে অবস্থিত সততা জেনারেল হাসপাতালটি কোনো প্রকার সরকারি অনুমোদন ও লাইসেন্স ছাড়াই দীর্ঘ দুই বছর যাবৎ কার্যক্রম চালিয়ে আসছিলো। শুধু তাই নয় সিভিল সার্জনের দেয়া লাইসেন্সবিহীন হাসপাতালটিকে কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিলেও কোনো কিছুর তোয়াক্কা না করে হাসপাতালের কার্যক্রম চালিয়ে আসছিলো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন মোল্লা।
বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এসময় হাসপাতালে উপস্থিত কর্মকর্তাদের কাছে অনুমোদন ও লাইসেন্সের কাগজ দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। এমতাবস্থায় তাৎক্ষণিকভাবে হাসপাতালের ম্যানেজার রবিউল হাসানকে আটক করে এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন বছরের জেল এর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় হাসাপাতালে অপারেশনের রোগী থাকায় আজকের মধ্যে সব রোগী সরিয়ে আগামীকাল থেকে হাসপাতাল বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়।
সঞ্জিত সাহা/এফএ/আরআইপি