ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিকনিকে যাওয়া হলো না স্কুলছাত্র রাজিবের

প্রকাশিত: ১২:০৭ পিএম, ২০ এপ্রিল ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসের ছাদে বসে পিকনিকে যাওয়ার সময় বিদ্যালয়ের প্রধান ফটকের সঙ্গে ধাক্কা লেগে রাজিব হোসেন চপল (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার পিয়ারাপুর আইজিএম স্কুল এ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

রাজিব গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর পটকেপাড়ার রেজাউল করিমের ছেলে। সে পিয়ারাপুর আইজিএম স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, পিয়ারাপুর আইজিএম স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়ে রংপুর জেলার তাজহাট রাজবাড়িতে পিকনিকে যাওয়ার আয়োজন করে। বুধবার সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা পিকনিকের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতিকালে কয়েকজন শিক্ষার্থী বাসের ছাদে উঠে বসে। বাসটি স্কুল থেকে বের হওয়ার সময় স্কুলের প্রধান ফটকের উপরের অংশে হঠাৎ করে ধাক্কা লেগে মাথায় আঘাত পায় রাজিব। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে রাজিবের পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। কারণ পিকনিকে যাওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে চাঁদা নিলেও স্কুল কর্তৃপক্ষ শুধু মাত্র ৩২ সিটের একটি বাস ভাড়া করে। যাতে স্কুলের শিক্ষক রয়েছেন ২২ জন। ফলে শিক্ষার্থীরা বাসের ভেতরে জায়গা না পেয়ে ছাদে উঠে বসে।

ঘটনার পর অভিভাবক ও স্থানীয় লোকজন বিক্ষুুদ্ধ হয়ে উঠলে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা পালিয়ে যান। ফলে অধ্যক্ষ কেএম আনারুল ইসলাম ফারুকসহ অন্য শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

অমিত দাশ/এফএ/এবিএস