ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ১১ জনকে জরিমানা

উপজেলা প্রতিনিধি | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৬:১২ পিএম, ১৮ মে ২০২৪

যশোরের শার্শায় নির্বাচনী আচরণ লঙ্ঘন করায় ১১ জনকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বেনাপোল পৌরসভা, শার্শা, নাভারণ এবং বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

শনিবার (১৮ মে) সকালে জরিমানা আরোপ ও আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমীন।

এ বিষয়ে নুসরাত ইয়াসমীন জাগো নিউজকে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে শার্শার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযুক্ত ব্যক্তিদের আটক করে ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. জামাল হোসেন/এনআইবি/জেআইএম