ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাইনবোর্ডে আগুন জ্বালিয়ে অটোরিকশাচালকদের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২০ মে ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডেমরা সাইনবোর্ড এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা। সোমবার (২০ মে) দুপুর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অবস্থান নেয় পুলিশ।

এর আগে ঢাকার ডেমরার ডগাইর এলাকা থেকে মিছিল নিয়ে অটোরিকশাচালকরা মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অবস্থান নেন। তবে এ ঘটনায় মহাসড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

সাইনবোর্ডে আগুন জ্বালিয়ে অটোরিকশা চালকরাদের বিক্ষোভ

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দিন জানান, ডগাইর মোড়ে কয়েকজন অটোরিকশাচালক সড়কে আগুন দিয়ে বিক্ষোভের চেষ্টা করেছিলেন। মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সিদ্ধিরগঞ্জের তেমন কোনো বিশৃঙ্খলার ঘটেনি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যে কোনো পরিস্থিতি এড়াতে আমরা সাইনবোর্ড এলাকায় অবস্থান করছি।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জিকেএস