মহম্মদপুর সদর ইউপির নির্বাচন স্থগিত
মাগুরার মহম্মদপুর সদর ইউপির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট আদালত। বুধবার রাতে হাইকোর্টের ওই স্থগিতাদেশ সংবলিত নির্বাচন কমিশনের চিঠি সংশ্লিষ্ট বিভাগে এসে পৌঁছেছে। পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের সঙ্গে সীমানা বিরোধ থাকায় হাইকোর্ট এ রায় দিয়েছেন বলে বলে জানা গেছে।
আদালতের এই আদেশানুসারে চতুর্থ ধাপে মাগুরার ৬নং মহম্মদপুর সদর ইউপিতে আগামী ৭ মে ভোটগ্রহণ হবে না তবে এদিন উপজেলার অপর ৭টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সূত্রমতে, নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৩৫৫৪/২০১৬ এর বিগত ১১ এপ্রিল আদেশের তারিখ হতে তিন মাসের জন্য উল্লেখিত দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে ৭ মে অনুষ্ঠিতব্য মাগুরার মহম্মদপুর সদর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা।
প্রসঙ্গত, সদর ইউনিয়নের জাঙ্গালিয়া, দুপুড়িয়া, চরবরণী, মুরাইল পশ্চিম খন্ড ও চররুইজানি গ্রামের সীমানা নিয়ে পার্শ্ববর্তী ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা ময়না ইউনিয়নের বিরোধ চলে আসছিল। সে সূত্র ধরে হাইকোর্টে মামলা হওয়ায় বাদালত বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন ও মাগুরার মহম্মদপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছেন।
আরাফাত হোসেন/এফএ/পিআর