ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেলকুচিতে তাঁত শ্রমিক খুন

প্রকাশিত: ০৯:০৯ এএম, ২১ এপ্রিল ২০১৬

সিরাজগঞ্জের বেলকুচিতে মোহাম্মদ আলী (২৪) নামে এক তাঁত শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে দৃর্বৃত্তরা।

নিহত মোহাম্মদ আলী উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর উত্তরপাড়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর মোহাম্মদ আলী আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে বাড়ি অদূরে একটি ধান ক্ষেতে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
 
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মোহাম্মদকে গলায় রশি প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।  

বাদল ভৌমিক/এফএ/পিআর