চুয়াডাঙ্গা
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে পাঁচজনের জেল-জরিমানা
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে পাঁচজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ মে) দিনভর জেলার সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
এদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার রতনপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রিপনকে (৩১) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ২০০ টাকা জরিমানা, একই উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি পাড়ার আনারুল ইসলামের ছেলে মো. সুজনকে (২৬) পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান।
একইভাবে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ছয়ঘরিয়া এলাকার আলতাব হোসেনের ছেলে মো. আনিছ আলীকে (২২) এক হাজার টাকা জরিমানা ও আলমডাঙ্গার বশিরা মালিক ডাউকি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সিল মারা ব্যালেট নিয়ে ভোট দিতে আসলে ডাউকি গ্রামের সাফায়েত আলীর ছেলে মো. রতন হোসেনকে (৩৫) আটক করে পুলিশ।
এবিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল হামিদ রেজা জানান, দুই উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
হুসাইন মালিক/আরএইচ/এএসএম