ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে সাংবাদিকের বাড়িতে ককটেল হামলা-লুটপাট

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২২ মে ২০২৪

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মাদারীপুরে এক সাংবাদিকের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২২ মে) সকালে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জে গ্রামে এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা বাড়িঘরে লুটপাট করেন।

মাদারীপুরে সাংবাদিকের বাড়িতে ককটেল হামলা-লুটপাট

ভুক্তভোগী সাংবাদিকের নাম বেলাল খান। তিনি দৈনিক ভোরের ডাক ও নিউ এজ পত্রিকার জেলা প্রতিনিধি।

ভুক্তভোগী পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীগঞ্জ গ্রামের আলী কাজীর ছেলে রাকিব কাজীর একটি ইটভাটা নিয়ে সম্প্রতি নিজের ফেসবুকে পোস্ট করেন বেলাল খান। সেখানে তিনি ইটভাটার অনিয়ম নিয়ে লেখালেখি করেন। এরই জের ধরে বুধবার সকালে রাকিব কাজী এবং তার দুই ভাই রাজীব কাজী ও রায়হান কাজী লোকজন নিয়ে সাংবাদিক বেলাল খানের বাড়িতে হামলা চালান। তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে হামলাকারীরা ঘরে ভেতর প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করেন।

মাদারীপুরে সাংবাদিকের বাড়িতে ককটেল হামলা-লুটপাট

এসময় পরিবারের লোকজনের চিৎকার করলে দ্রুত হামলাকারীরা পালিয়ে যান। পরে ঘরের সামনে অক্ষত একটি ককটেল পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সাংবাদিক বেলাল খানের স্ত্রী নুর নাহার টুলু বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে রাকিব কাজী লোকজন নিয়ে এই হামলা চালিয়েছে। চারদিক থেকে লোকজন এসে ককটেল মেরে আতঙ্ক ছড়ায়। লুটপাটও করে তারা। পরে চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায়।’

মাদারীপুরে সাংবাদিকের বাড়িতে ককটেল হামলা-লুটপাট

অভিযুক্ত রাকিব কাজী বলেন, ‘আমার সঙ্গে সাংবাদিকের পরিবারের কোনো বিরোধ নেই। কিন্তু কয়েকদিন আগে বেলাল খান ও তার পরিবারের লোকজন আমাদের ওপর আগে হামলা করেন। এতে আহত হয়ে আমার ভাই হাসপাতালে ভর্তি। পরে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এই ঘটনা থামাচাপা দিতে নিজেরাই হাতবোমা ফুটিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছেন।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জিকেএস