ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমারখালীতে অপহরণের ৪ ঘণ্টা পর চেয়ারম্যান প্রার্থী উদ্ধার

প্রকাশিত: ০১:০১ পিএম, ২১ এপ্রিল ২০১৬

কুষ্টিয়ার কুমারখালীতে জিয়াউল হক খোকন নামে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।

গত বুধবার রাত ১১টার দিকে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের পর জিয়াউলকে হাতুড়ি পেটা করা হয়। তিনি কুমারখালী উপজেলার নন্দলাল পুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী। আগামী ৭ মে এ উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউপি চেয়ারম্যান জিয়াউল হকের অভিযোগ, তাকে ইউপি নির্বাচন থেকে বিরত রাখতেই অপহরণের ঘটনা ঘটানো হয়েছে।

জিয়াউল হক খোকন জানান, এবারের ইউপি নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। রাতে তিনি ইউনিয়নের হাবাসপুর এলাকায় নির্বাচনের প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন। পথে লাহিনী পাড়া মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌঁছলে তার মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। এসময় তার সঙ্গে থাকা একজনকে তেল কিনতে পাঠান তিনি। কিছুক্ষণ পর ওই এলাকার বাসিন্দা মোয়াজ্জেমসহ ৪/৫ জন এসে তাকে বেদম মারধর করে। পরে মোয়াজ্জেমের বাড়িতে নিয়ে দ্বিতীয় দফায় নির্যাতন চলে তার ওপর।

খোকন জানান, এক পর্যায়ে অপহরণকারীরা তার গলায় ছুরি ঠেকিয়ে জবাই করতে উদ্যত হয়। তিনি অনেক কাকুতি মিনতি করে প্রাণ রক্ষা করেন। পরে সন্ত্রাসীরা তার কাছে ৬০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে মোয়াজ্জেমের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে এমন অভিযোগ এনে জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মান্নান খানকে দিয়ে বিচার করা হবে বলে ভয় দেখায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী থানা পুলিশ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় খোকনকে মোয়াজ্জেমের বাড়ি থেকে উদ্ধার করে।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, একদল সন্ত্রাসী জিয়াউল হক খোকনকে ৬০ লাখ টাকা চাঁদার দাবিতে অপহরণ করে একটি বাড়িতে বেঁধে রেখেছিল। ভোররাতে তাকে উদ্ধার করেছে থানার একটি দল।

ওসি আরও জানান, খোকনের শরীরে মারধরের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক মোয়াজ্জেমসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপরহরণ মামলা হয়েছে।

আল-মামুন সাগর/এমএএস/এবিএস