ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ : আহত ১৫

প্রকাশিত: ০৪:২৪ এএম, ২২ এপ্রিল ২০১৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী  (আওয়ামী লীগের বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান) আব্দুল কুদ্দুছ বাবুল ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল আলীর সর্মথকদের মধ্যে বাক-বিতন্ডা সৃষ্টি হয়। এর এক পযার্য়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ বাবুলেও উপর হামলা চালায় আব্দুল আলীর লোকজন।  এ সময় বাবুলের ভাই রতন মাস্টারসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জাগো নিউজকে জানান, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল আলী ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ বাবুল আপন চাচাত ভাই। তারা দুজনের সমর্থকদের মধ্যে কথার কাটাকাটির এক পযার্য়ে সংঘর্ষ বেঁধে গেলে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ বাবুলসহ তার লোকজন আহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কামাল হোসাইন/আরএস/পিআর