নেত্রকোনা
প্রতিপক্ষের জমিতে ফুটবল যাওয়ায় সংঘর্ষ, বৃদ্ধ নিহত
নেত্রকোনার কেন্দুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ অন্তত ২৫ জন।
শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপর গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহত ব্যক্তির নাম আব্দুল কাইয়ুম (৬৫)। তিনি উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কেন্দুয়া উপজেলার বিষ্ণুপর গ্রামে দুই বছর ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল লতিফ ও মাহাবুর রহমান ঝান্টুর মধ্যে বিরোধ চলে আসছিল। বেশ কয়েকবার গ্রাম্য সালিশে বিষয়টি সমাধান করা হয়। এরমধ্যে শনিবার বিকেলে বাড়ির পাশে পতিত জমিতে ফুটবল খেলতে যায় মাহাবুর রহমান ঝান্টু গ্রুপের কয়েকজন শিশু। একপর্যায়ে খেলার বল চলে যায় আব্দুল লতিফ গ্রুপের একজনের জমিতে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। সংঘর্ষে মাহাবুর রহমান ঝান্টু গ্রুপের আবুল কাইয়ুমসহ উভয় পক্ষে অন্তত ২৫ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে আব্দুল কাইয়ুমসহ ১৪ জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
এইচ এম কামাল/এসআর/জিকেএস