যৌতুক না পেয়ে গৃহবধূকে ঝলসে দিল স্বামী
যৌতুকের টাকা না দেয়ায় সিরাজগঞ্জের সলঙ্গায় এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুনে ঝলসে দিয়েছে স্বামী ও তার শ্বশুরবাড়ির সদস্যরা। বর্তমানে ওই গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে।
নির্যাতনের শিকার ওই গৃহবধূ সেলিনা বেগম সলঙ্গার আমসাড়া গ্রামের আবুল কালামের মেয়ে ও পার্শ্ববর্তী ইছুদহ গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী।
এলাকাবাসী জানায়, এক বছর আগে পার্শ্ববর্তী ইছুদহ গ্রামের সুলতান শেখের ছেলে সোহাগের সঙ্গে সেলিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই শুরু হয় যৌতুকের চাপ। প্রতিদিনই সেলিনাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য চাপ দিতে থাকে সোহাগ। মেয়ের সুখের কথা চিন্তা করে এনজিও থেকে ঋন নিয়ে পোল্ট্রির ব্যবসাও খুলে দেন সেলিনার বাবা-মা।
কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় আবারো নতুন করে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বললে তাতে অপরাগতা প্রকাশ করেন সেলিনা। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী ও পরিবারের সবাই মিলে সেলিনাকে মারধর করে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় সেলিনার চিৎকারে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হুদা জানান, সেলিনার শরীরের ৭০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য স্বামী সোহাগের বাড়িতে গেলেও সেখানে তাদের কাউকে পাওয়া যায়নি। তবে তাদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বাদল ভৌমিক/এফএ/পিআর