ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিয়ামতপুরের ৮ ইউনিয়নে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

প্রকাশিত: ১০:৪১ এএম, ২২ এপ্রিল ২০১৬

তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর নিয়ামতপুরে ৮টি ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এসব সরঞ্জামাদি বিতরণ করা হয়।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ, র‌্যাব, আনসার বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

noagan

উপজেলার ৮টি ইউনিয়নে ৩১ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ৩০২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১০৪ জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বিতা করছেন।

নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, উপজেলায় মোট ভোটার এক লাখ ৮০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ৮৮ হাজার ৩০০ জন এবং মহিলা ৯২ হাজার ১৮৮জন। ৯০টি কেন্দ্রের ৫৯০টি বুথে শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আব্বাস আলী/এআরএ/এমএস