জালভোট দিতে যাওয়ায় ৬ মাসের সাজা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে যাওয়ায় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ মে) দুপুর পৌনে ১টার দিকে চর নাছিরপুর ইউনিয়নের আব্দুল হাকিম মাতুব্বর ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাওন হোসেন জানান, ওই ইউনিয়নের মজিবর মাতুব্বরেরকান্দি গ্রামের দাদন মাতুব্বরের ছেলে আরিফ মাতুব্বর (২৩) নামে এক ব্যক্তিকে জালভোট দেওয়ার অপরাধে এক হাজার টাকা জরিমানা ও ৬ ছয় মাসের জেল প্রদান করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা নং-০১/২০২৪। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোরাদ আলী জাগো নিউজকে বলেন, জালভোট দিতে যাওয়ায় আরিফ মাতুব্বর নামে এক ব্যক্তিকে ৬ মাসের জেল ও একহাজার টাকা জরিমানা করা হয়েছে।
এন কে বি নয়ন/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান