রাজবাড়ীর বালিয়াকান্দিতে নির্বাচনী সহিসংসতায় গুলিবৃদ্ধসহ আহত ৬
তৃতীয় দফা ইউপি নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ (শনিবার)। কিন্তু এ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার রাত ১০টার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের মৌকুরী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ওই সংঘর্ষ ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘটিত হয়েছে। এতে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকরা গুলিবৃদ্ধসহ ৬ জন আহত হয়েছে। আহতদের বালিয়াকান্দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় আহত গুলিবিদ্ধ ইলিয়াছ লসকরের (১৮) অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপর আহতরা হলেন, সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খন্দকার মশিউল আজম চুন্নু, তার ভাই খন্দকার গোলাম আজম, আরিফ শেখ, ছোটন ও মুক্তার হোসেন। স্বতন্ত্র প্রার্থীর দাবি আহত সবাই তার কর্মী ও সমর্থক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌকুরী এলাকায় স্বতন্ত্র প্রার্থী খন্দকার মশিউল আজম চুন্নু তার কর্মী ও সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ভোট চাচ্ছিলেন। এমন সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নায়েব আলী শেখ এর কর্মী সমর্থকদের ভোট চাওয়া বাধা দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ বেশ কয়েকজন আহত হন এবং একজন গুলি বৃদ্ধও হন। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম পিপিএম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটির কথা শোনার সঙ্গে সঙ্গে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
রুবেলুর রহমান/একে