ব্রাহ্মণবাড়িয়ার ৩২ ইউপিতে ভোটগ্রহণ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, নাসিরনগর, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার ৩২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ৩২১টি কেন্দ্রে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শুরুর আগেই সকাল ৭টা থেকে ভোটকেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। সরাইলের প্রতিটি ভোটকেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।
এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি ভোটকেন্দ্রের আশপাশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন জাগো নিউজকে জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আজিজুল আলম সঞ্চয়/এফএ/এমএস