ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেশি-বিদেশি ব্র্যান্ডের মোড়কে মশলা বাজারজাত, গুদাম সিলগালা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০১ জুন ২০২৪

বগুড়ায় অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে মশলা বাজারজাতের অভিযোগে মিলন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা ও গুদাম সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ জুন) বিকেলে শহরের তিব্বতের মোড় এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাদমান আকিফ অভিযানের নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কুরবানি ঈদকে সামনে রেখে বগুড়ার বাজারে নিরাপদ মশলা নিশ্চিতে অভিযান চালানো হয়। মিলন ট্রেডার্সের গুদামে বিপুল পরিমাণে জিরা, সাদা এলাচ ও কালো এলাচসহ নানারকম গরম মশলা আমদানি করে দেশীয় ও ভারতীয় ব্র্যান্ডের মোড়কে বাজারে বিক্রি করে আসছিল।

বগুড়া, জরিমানা, ভ্রাম্যমাণ আদালতদেশি-বিদেশি ব্র্যান্ডের মোড়কে মশলা বাজারজাত, গুদাম সিলগালা

এছাড়াও আমদানি করা মশলার বস্তার গায়ে ও পণ্যের মোড়কে কোনো মেয়াদ উল্লেখ ছিল না। প্রতিষ্ঠানটিতে মজুত মশলার বস্তার মধ্যে পোকার অস্তিত্বও পাওয়া গেছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে সেগুলো মোড়কজাত করা হচ্ছিল। এসব কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়।

মিলন ট্রেডার্সের ব্যবস্থাপক আব্দুল হামিদ বলেন, আমদানি করা পণ্যে কিছু ময়লা থাকে। সেগুলো পরিষ্কার করেই বাজারজাত করা হয়। এছাড়াও যেগুলো মোড়ক জব্দ করা হয়েছে সেগুলোর মালামাল খুলে পাইকারিতে বিক্রি করা হয়েছে। এখানে মোড়কজাতের অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে সাদমান আকিফ জাগো নিউজকে বলেন, ঈদের আগে মশলাসহ সবরকম খাদ্যপণ্যের বাজার নিরাপদ রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত রাখবে। মিলন ট্রেডার্সে অস্বাস্থ্যকর পরিবেশে মশলা মজুত ও অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে মশলা বাজারজাত করায় জরিমানা করা হয়েছে।

এনআইবি/জেআইএম