হোটেলের কক্ষে পাওয়া গেলো মা ও সন্তানের গলাকাটা মরদেহ
বগুড়া সদরের বনানী এলাকায় একটি আবাসিক হোটেল থেকে মা ও তার ১১ মাস বয়সী সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) দিবাগত রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়েছে।
রোববার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে হোটেল কর্তৃপক্ষ মরদেহ পড়ে থাকার বিষয়টি থানায় জানায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে। তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় মা ও তার শিশু ছেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যাসিবাদী আমলে বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি
- ২ ৮০০ টাকা কেজি রান্না করা গরুর মাংস কিনতে ক্রেতাদের হিড়িক
- ৩ পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই: মঞ্জু
- ৪ ফ্যাসিবাদের আমলে ৫ টাকা চাঁদা দিলে এখন ২০ টাকা দেওয়া লাগে
- ৫ রাজমিস্ত্রির বাড়ি থেকে ওয়ানশুটার গানসহ দুই পিস্তল উদ্ধার