ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মদপান করে মাতলামি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০২ জুন ২০২৪

শেরপুরের নালিতাবাড়ীতে রাস্তায় চোলাই মদপান করে মাতলামি করার অভিযোগে এক যুবলীগ নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার (১ জুন) রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন উপজেলার নম্নী নিশ্চিন্তপুর এলাকার মৃত আব্দুল মোতালেব দুদুর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান (৩২), বনকুড়া চৌরাস্তা এলাকার মৃত খাদেম আলীর ছেলে সফিকুল ইসলাম (৩৫), নম্নী ডেকড়াপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে আলম মিয়া (৪০), নন্নী বাইগড়পাড়া এলাকার মৃত রাজ মাহমুদের ছেলে সফিকুল ইসলাম (৩৯) ও নম্নী ডেকড়াপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে রায়হান মিয়া (৪০)।

মদপান করে রাস্তায় মাতলামি করে জনশৃঙ্খলা ভঙ্গ ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপরাধে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

জেলা ডিবির পরিদর্শক আবুল কালাম আজাদ পাঁচজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ইমরান হাসান রাব্বী/এসআর/জিকেএস