ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এক দিনের শরবত বিক্রেতা!

প্রকাশিত: ০৬:৪৪ এএম, ২৩ এপ্রিল ২০১৬

সুমন (৮)। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের আবদুন নূরের ছেলে। সে স্থানীয় কাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

সুমনের ইউনিয়ন পরিষদে আজ (শনিবার) ভোট। তাই এই ভোটের দিনে স্কুল বন্ধ থাকায় শনিবার সকাল ৮টা থেকে কাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে শরবত বিক্রি করছে সে। সুমনের তৈরি করা প্রতি গ্লাস লেবুর শরবত মাত্র পাঁচ টাকা।

গরমের তীব্রতার কারণে তার শরবত বিক্রিও বেশ ভালো। তবে সুমনের সমবয়সী শিশুরাই বেশি ভিড় জমাচ্ছে তার দোকানে। এদের মধ্যে কেউ কেউ সুমনের সহপাঠীও রয়েছে।

জাগো নিউজের এ প্রতিবেদককে সুমন জানায়, পরিবারে তার বাবা-মা ও এক বোন রয়েছে। বাবা আবদুন নূর এলাকায় কৃষি কাজ করেন। নিজে থেকে কিছু টাকা আয় করতে আগে থেকেই ভেবে রেখেছিল ভোটের দিন একটা দোকান দেবে। তাই স্বল্প পুঁজি নিয়ে একদিনের জন্য শরবতের দোকান দিয়েছে সে। ভালোই বিক্রি হচ্ছে তার শরবত। ভোটগ্রহণ শেষ পর্যন্ত শরবত বিক্রি করার কথাও জানায় সুমন।

ছোট্ট সুমনকে দেখে ছেলে-বুড়ো অনেকেই আগ্রহ নিয়ে খাচ্ছেন তার লেবুর শরবত। আবার শরবত খেয়ে বাহাবাও দিচ্ছেন অনেকে।

উল্লেখ্য, শনিবার সকাল ৮টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, নাসিরনগর, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার ৩২টি ইউনিয়নের ৩২১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস