ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে জাল ভোট দেওয়ার চেষ্টা, যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৫ জুন ২০২৪

ফেনীর ছাগলনাইয়ায় জালভোট দেওয়ার চেষ্টাকালে সাকিবুল আলম অপূর্ব (১৮) নামের এক যুবককে তিনদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রামমাণ আদালত। বুধবার (৫ জুন) দুপুর ২টায় উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত অপূর্ব উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম পুষ্প পুদম চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়। পরে তাৎক্ষণিক আদালত বসিয়ে জালভোট দেওয়ার চেষ্টার দায়ে সাকিবুল আলম অপূর্বকে তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস