ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মারা গেছেন সাবেক এমপি কামাল হায়দার

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০৫ জুন ২০২৪

নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাংবাদিক কামাল হায়দার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৪ জুন) রাতে ঢাকায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। বুধবার (৫ জুন) বিকেল ৩টায় নিজ গ্রাম শিবপুর বৈলাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এর আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন সাবেক এমপি কামাল হায়দার। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে শিবপুর থেকে এমপি নির্বাচিত হন।

তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে তানভীর হায়দার পাভেল সিটি গ্রুপের সিনিয়র ডিরেক্টর। পুত্রবধূ একজন চিকিৎসক ও সেনাবাহিনীর মেজর। মেয়ে সুপ্তি হায়দার ব্রিটিশ কাউন্সিলে চাকরি করেন।

শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত হন কামাল হায়দার। পরবর্তী সময়ে ন্যাপ মোজ্জাফফরের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। তিন জোটের রাজনৈতিক লিয়াজোঁ কমিটির অন্যতম সংগঠন ছিলেন তিনি।

কামাল হায়দার ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন সমন্বয়ে গঠিত গেরিলা বাহিনীর ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা। একসময় তিনি সাংবাদিকতা পেশা বেছে নিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সঞ্জিত সাহা/এসআর/এমএস