ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৯ জুন ২০২৪

ফরিদপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজারের চালক ও গ্রিজারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ড্রেজার মেশিন জব্দ করা হয়।

রোববার (৯ জুন) দুপুরে তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ড্রেজার চালক হেলাল হাওলাদার (৩২) ও গ্রিজারম্যান রাকিব গাজী (২০)। তাদের দুজনেরই বাড়ি খুলনার দাকোপে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান জাগো নিউজকে বলেন, শহরের সিঅ্যান্ডবি ঘাটে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় শনিবার রাতে নৌ পুলিশ ওই ড্রেজারের চালক ও গ্রিজারকে আটক করে। রোববার দুপুরে তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

এন কে বি নয়ন/এএইচ/জেআইএম