ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় আ.লীগ ১০, স্বতন্ত্র ১১

প্রকাশিত: ০৫:৪৮ এএম, ২৪ এপ্রিল ২০১৬

বগুড়ার ২২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০টিতে  আওয়ামী লীগ, ১১টিতে স্বতন্ত্র এবং ১টিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর বিজয়ী হয়েছেন।

গাবতলী উপজেলার ১১টি ইউনিয়নে বিজয়ী প্রার্থীরা হলেন- নেপালতলী ইউনিয়নের লতিফুল বারি মিন্টু  (আ.লীগ), দূর্গাহাটা ইউনিয়নের আব্দুল মতিন মিঠু (আ.লীগ), রামেশ্বপুর ইউনিয়নের রফি নেওয়াজ খান রবিন (আ.লীগ), সোনারায় ইউনিয়নে তারাজুল ইসলাম (আ.লীগ), নারুয়ামালা ইউনিয়নের গফফার আলী (আ.লীগ), গাবতলী সদর ইউনিয়নের আলমগীর হোসেন (স্বতন্ত্র), মহিষাবান ইউনিয়নের আমিনুল ইসলাম (স্বতন্ত্র), দক্ষিণপাড়া ইউনিয়নে আমিনুল ইসলাম (স্বতন্ত্র), নশিপুর ইউনিয়নের নজরুল ইসলাম (স্বতন্ত্র), বালিয়াদিঘী ইউনিয়নে মাহবুবুর রহমান (স্বতন্ত্র) এবং কাগইল ইউনিয়নের নিহাল উদ্দিন স্বপন (বিএনপি)।

ধূনট উপজেলার ১০ ইউনিয়নে বিজয়ী প্রার্থীরা হলেন-এলাঙ্গী ইউনিয়নের এমএ তারেক হেলাল (আ.লীগ), ভান্ডারবাড়ি ইউনিয়নের বেলাল হোসেন শ্যামল (আ.লীগ), চৌকিবাড়ি ইউনিয়নে জুলফিকার আলী ভুট্টু (আ.লীগ), গোপালনগর ইউনিয়নে গোলাম হোসেন সরকার (আ.লীগ), চিকাশি ইউনিয়নে নাজমুল কাদির শিপন (আ.লীগ), ধূনট সদর ইউনিয়নের লাল মিয়া (স্বতন্ত্র), কালেরপাড়া ইউনিয়নে (স্বতন্ত্র), গোসাইবাড়ি ইউনিয়নের মকুল (স্বতন্ত্র), মথুরাপুর ইউনিয়নের হারুনার রশিদ সেলিম (স্বতন্ত্র), নিমগাছী ইউনিয়নের আজাহার আলী পাইকার (স্বতন্ত্র),

অপরদিকে, ২য় ধাপে স্থগিত হওয়া সারিযাকান্দি উপজেলার কাজলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন রাশেদ মোশারফ (আ.লীগ)।

লিমন বাসার/এসএস/এমএস