ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে স্বর্ণের দোকানে চুরি

প্রকাশিত: ০৬:৪৪ এএম, ২৪ এপ্রিল ২০১৬

সিরাজগঞ্জে একটি স্বর্ণের দোকানের মূল ফটকের তালা ভেঙে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র। শনিবার গভীর রাতে শহরের মাড়োয়ারী পট্টি রাজন স্বর্ণ ঘরে এ চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক রাজন জানান, শনিবার সন্ধ্যায় তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এ সময় সিন্দুকের মধ্যে নগদ ২ লাখ ৬০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণ ও ১২ ভরি রুপা রেখে যান। রোববার সকালে দোকানের তালা ভাঙা দেখে আশেপাশের লোকজন তাকে খবর দেয়। পরে তিনি এসে দেখেন সিন্দুকের তালা ভেঙে উল্লি­খিত জিনিসপত্রাদি নিয়ে গেছে চোরের দল।

খবর পেয়ে স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সন্তোষ কুমার কানু ঘটনাস্থলে যান। এ সময় তিনি বলেন, এটাই শহরে প্রথম স্বর্ণের দোকানে চুরির ঘটনা। এভাবে মূল শহরে সোনার দোকানে এমন চুরির ঘটনা ঘটলে গ্রাহক আমাদের প্রতি আস্থা হারাবে। পাশাপাশি আমাদের পথে বসতে হবে। দোষীদের সনাক্ত করে শাস্তির দাবিও করেন তিনি।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আজিম জানান, ঘটনাস্থল দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি প্রশিক্ষণপ্রাপ্ত দলের কাজ। তবে তদন্ত করে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বাদল ভৌমিক/এসএস/এমএস