ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় নকল নবিশদের সাত দিনের কর্মবিরতি

প্রকাশিত: ০৯:০০ এএম, ২৪ এপ্রিল ২০১৬

চাকরি জাতীয়করণ ও ১৩ মাসের বকেয়া বিল পরিশোধের দাবিতে সাতক্ষীরায় নকল নবিশরা সাত দিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। রোববার সকালে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের বারান্দায় অবস্থান ধর্মঘটের মধ্য দিয়ে তারা এ কর্মসূচির সূচনা করেন।
 
নকল নবিশ সংগঠনের জেলা শাখার সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ নাজমুজ্জামান, শরিফুল ইসলাম, মো. মহিবুল্লাহ, মীর মাহমুদুল হাসান, উল্লাসিনি সরকার প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী নকল নবিশদের চাকরি জাতীয়করণ ৪২ বছরেও বাস্তবায়ন হয়নি। আইন মন্ত্রণালয়ের প্রস্তাবেও এখনো তা বাস্তবায়িত হয়নি। আজকাল করে ১৩ মাসের বেতন বিল দেওয়া হচ্ছে না। তাই অবিলম্বে চাকরি জাতীয়করণ ও বকেয়া বিল পরিশোধের দাবি জানান তারা।

এসময় কর্মসূচিতে জেলার সাতটি উপজেলার নকল নবিশরা অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।

আকরামুল ইসলাম/এফএ/আরআইপি