গরুর শিঙের আঘাতে প্রাণ গেলো খামারির
ফাইল ছবি
মানিকগঞ্জের হরিরামপুরে দুর্গম চরাঞ্চলে গরুর শিঙের আঘাতে জীবন খা (৪৫) নামের এক খামারির মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জুন) সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জীবন খা পেশায় একজন কৃষক ও গরুর খামারি ছিলেন।
আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোরবানির গরু বিক্রি করার জন্য ঢাকার দোহারের জয়পাড়া হাটে যাচ্ছিলেন জীবন খা। পথে হাতিঘাটা এলাকায় ষাঁড়টি তাকে শিং দিয়ে ঘাড়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম বলেন, গরুর শিঙের আঘাতে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।
বি এম খোরশেদ/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যাসিবাদী আমলে বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি
- ২ ৮০০ টাকা কেজি রান্না করা গরুর মাংস কিনতে ক্রেতাদের হিড়িক
- ৩ পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই: মঞ্জু
- ৪ ফ্যাসিবাদের আমলে ৫ টাকা চাঁদা দিলে এখন ২০ টাকা দেওয়া লাগে
- ৫ রাজমিস্ত্রির বাড়ি থেকে ওয়ানশুটার গানসহ দুই পিস্তল উদ্ধার