ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টয়লেট থেকে ব্যালট পেপার উদ্ধার

প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৪ এপ্রিল ২০১৬

তৃতীয় দফা নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নের লকমা প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট থেকে ২৫৬টি
ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই স্কুলের দফতরিকে আটক করা হয়। রোববার দুপুরে ব্যালেট পেপারগুলো উদ্ধার করা হয়।Joypurhat

লকমা প্রাথমিক বিদ্যালয়ের দফতরী কাম-পিয়ন জানান, শনিবার পাঁচবিবি উপজেলার আটটি ইউনিয়নে ভোটগ্রহণ শেষ হয়। ভোটের পরদিন রোববার দুপুরে আয়মা রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের লকমা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৈশ প্রহরীর কাছ থেকে স্থানীয় কয়েকজন মহিলা এসে টয়লেটের চাবি দাবি করে।

 এসময় দফতরি তাদের চাবি না দিয়ে এলাকাবাসীকে খবর দেয়। এলাকাবাসী তালা খুলে দেখতে পায় ওই টয়লেটের মধ্যে চেয়ারম্যান পদের ১০৪ পাতা, মেম্বার পুরুষ পদে ১০৪ পাতা ও সংরক্ষিত মহিলা পদের ৪৮ পাতার ব্যালট পেপারের সিলযুক্ত মুড়ি। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Joypurhat

পরিস্থতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ করেছে। পাশাপাশি পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন প্রার্থীরা।Joypurhat

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ব্যালেটগুলো উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসে জমা দেয়া হয়েছে।

এ ব্যাপারে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন সমন্বয়ক নুর উদ্দিন আল ফারুক জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

রাশেদুজ্জামান/এআরএ/এবিএস