ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদের ছুটিতে মেঘনার পাড়ে মানুষের ঢল

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৮ জুন ২০২৪

ঈদুল আজহার ছুটিতে ভোলার মেঘনা পাড়ের পর্যটনকেন্দ্রগুলোতে মানুষের ঢল নেমেছে। এখানে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত পর্যটকদের পদচারণায় মেঘনার পাড় থাকছে জমজমাট।

ঈদের ছুটিতে মেঘনার পাড়ে মানুষের ঢল

সরেজমিন দেখা গেছে, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে ছুটে যাচ্ছেন ভোলা সদরের তুলাতুলি মেঘনার পাড়ে গড়ে ওঠা বিনোদন ও পর্যটনকেন্দ্রগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ঢল লেগেই রয়েছে। কেউ আসছেন বাবা-মাসহ আবার কেউ আসছেন স্ত্রী-সন্তান নিয়ে। কেউ কেউ আসছেন বন্ধু ও বান্ধবীদের নিয়ে। মেঘনার পাড়ে গড়ে ওঠা ইলিশবাড়ি পর্যটন কেন্দ্র, শাহাবাজপুর মেঘনা পর্যটনকেন্দ্র ও আলাপন রেস্টুরেন্ট ঈদ উপলক্ষে সেজেছে নতুন সাজে।

ঈদের ছুটিতে মেঘনার পাড়ে মানুষের ঢল

আহাদ, রুমেন, আরিফুল ইসলাম, নোমান হোসেন, শিরিন আক্তার কয়েকজন পর্যটকের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারের স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে তারা ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ভোলা এসেছেন। গরমের মধ্যে মেঘনার পাড়ের পর্যটনকেন্দ্রগুলোতে প্রকৃতির নির্মল বাতাস, মেঘনার উত্তাল ঢেউ, প্রাকৃতিক সৌন্দর্য ও সরাসরি জেলেদের ইলিশ শিকার দেখে তারা মুগ্ধ।

ঈদের ছুটিতে মেঘনার পাড়ে মানুষের ঢল

মেঘনার পাড়ে এসেছেন দুই বোন নুরসাত জাহান ও ইসরাত জাহান। তারা জাগো নিউজকে বলেন, ‘নৌকায় চড়ে মেঘনার নদীর স্রোত ও প্রকৃতিক বাতাস উপভোগ করলাম। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরেছি। তবে খুব আনন্দ হলো।’

ঈদের ছুটিতে মেঘনার পাড়ে মানুষের ঢল

পর্যটক আমেনা আক্তার ও সুরভী আক্তার বলেন, ‘পরিবারের সবাই মিলে স্পিডবোটে করে মেঘনা নদীতে ঘুরলাম। অনেক মজা হয়েছে।’

ঈদের ছুটিতে মেঘনার পাড়ে মানুষের ঢল

ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান জানান, ঈদের ছুটিতে ঘুরতে আসা মানুষের নিরাপত্তায় জেলা পুলিশ তৎপর রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ সদস্যরা কাজ করছেন।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এমএস